ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, আগস্ট ২০, ২০২৫
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার প্রতীকী ছবি

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে মুনিরুল ইসলাম নামে পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সদস্যকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চুনতি বনবিভাগ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মুনিরুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী জোন সিটিএসবিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।

 

গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ মনিরুল ইসলাম নামে এক সিটিএসবির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরুল ইসলাম মোটরসাইকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম দিকে যাচ্ছেন। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। থানায় মাদক মামলা রেকর্ড করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।