ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জনতার বিজয় অনিবার্য: সুফিয়ান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, সেপ্টেম্বর ৩, ২০২৫
ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জনতার বিজয় অনিবার্য: সুফিয়ান

চট্টগ্রাম: দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে।

বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ভূমিকা অনস্বীকার্য। যতবারই এদেশে গণতন্ত্র গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবারই বিএনপি এ গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে।
 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরের বহদ্দারহাট চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তিনি বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, সেটি ফেব্রুয়ারির আগে থামবে না। কোন দলের স্টেশনে গিয়ে ট্রেন থামবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। অনেকে নানাভাবে ঢিল ছুড়ছে। নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। পতিত আওয়ামী লীগও বসে নেই। নানানভাবে ষড়যন্ত্রের জাল বুনছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, ষড়যন্ত্র করে নির্বাচনের এ যাত্রা থামানো যাবে না। বিএনপির একমাত্র শক্তি হচ্ছে জনগণ। কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে ১৭বছর ফ্যাসিস্ট এর বিরুদ্ধে লড়েছি। সে লড়াইয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়েও জনতার বিজয় অনিবার্য।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ম. হামিদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, মহানগর বিএনপির সাবেক সদস্য মঞ্জুর আলম মঞ্জু, জসিম উদ্দিন, ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকু, হাজী আইয়ুব, হারুন সও, শফিউল্লাহ শফি। বক্তব্য রাখেন চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, আকতার হোসেন, হাজী আবু বক্কর, ইঞ্জি. ইলিয়াছ চৌধুরী, মো. মনছুর আলম, নুরুল আমিন ও এম. আবু বক্কর রাজু প্রমুখ।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।