ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘ছাত্রজনতার গণঅভ্যুত্থানে রাজপথে রক্ত দিয়েছিল মাদরাসা শিক্ষার্থীরা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, সেপ্টেম্বর ৮, ২০২৫
‘ছাত্রজনতার গণঅভ্যুত্থানে রাজপথে রক্ত দিয়েছিল মাদরাসা শিক্ষার্থীরা’

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিজমের অবসান হয়েছিল ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সফল হয় এই অভ্যুত্থান।

অভূতপূর্ব এ অভ্যুত্থানে অংশ নেয় সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম ওলামা এবং মাদরাসা শিক্ষার্থীরাও। ইসলামও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং যৌক্তিক সংস্কারের পক্ষে।
একই সঙ্গে সব ধরনের জুলুম ও বিশৃঙ্খলার বিপক্ষে। তাই ২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানেও রাজপথে তাজা রক্ত দিয়েছিল দেশের আলেম এবং মাদরাসা শিক্ষার্থীরা।  

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউটে সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত মাদ্রাসা শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা প্রদান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

চট্টগ্রামের বিভিন্ন আলিয়া ও কওমী মাদরাসা নিয়ে পরিষদটি গঠিত।

অনেক ইমাম খতিব বিপ্লবের পক্ষে জুমার বয়ান দেওয়ায় চাকরি হারিয়েছেন জানিয়ে আবুল হাশেম বক্কর বলেন, আলেম সমাজ ২০১৩ সালে শাপলা চত্বরে যেভাবে রক্ত দিয়েছেন, শতাধিক শহীদ হয়েছেন, তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানেও শতাধিক আলেম ও মাদরাসা শিক্ষার্থী শহীদ হয়েছে, আহত হয়েছে অনেকে। সারাদেশে সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে রাজপথে নেমে এসেছিল আলেম সমাজ ও মাদরাসার ছাত্ররাও। জুলাই আন্দোলনে ‘সাধারণ আলেম সমাজে’র ব্যানারে দেশের পরিচিত আলেমদের নিয়ে আন্দোলনের প্রতি সর্বাত্মক সংহতি প্রকাশ করেন।  

তিনি আরও বলেন, সেখানে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান তারা। অনেক ইমাম খতিব বিপ্লবের পক্ষে জুমার বয়ান দেওয়ায় চাকরি হারিয়েছেন। এ ছাড়া সারাদেশে অসংখ্য আলেম মাদরাসা ছাত্র শারীরিকভাবে নিগৃহীত হয়েছে। আন্দোলন ছিল রাজপথে এবং অনলাইনে। আলেম সমাজ যেভাবে রাজপথ তাজা রক্তে রঙিন করেছেন, তেমনি আন্দোলনের পক্ষে ফেসবুক প্রোফাইল পিকচারও লাল করে সংহতি প্রকাশ করেছে।

সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা মিজানুর রহমানের সভাপ‌িত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম সাকিবের পরিচালনায় উদ্বোধকের বক্তব‌্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক মো. হাসান আলী, বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব‌ায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, ইয়াছিন চৌধুরী লিটন, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, টেরীবাজার ব‌্যবসায়ী সমতির সভপিতি আবদুল মান্নান, চট্টগ্রাম মহানগর সিটিজেন ফোরামের সভাপতি মশিউল আলম স্বপন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, চট্টগ্রাম মহানগর এসসিপির যুগ্ম সমন্বয়কারী সাঈদুর রহমান ও রিচার্স এসোসিয়েট মাকাম মেন্টার ফর সূফি হেরিটেজ এর মুসতাসির মাহমুদ সহ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংগ্রহনকারী বিপ্লবী মাদরাসা শিক্ষার্থীরা।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।