ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচনে ভোটার ২৭ হাজার ৬৩৭ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, সেপ্টেম্বর ১৪, ২০২৫
চাকসু নির্বাচনে ভোটার ২৭ হাজার ৬৩৭ জন ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মোট ভোটার তালিকাভুক্ত হয়েছেন ২৭ হাজার ৬৩৭ জন ছাত্র-ছাত্রী।  

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে চাকসু নির্বাচন কমিশন।

সকাল ৯টা ৩০ মিনিট থেকে চাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।  

এবার চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের জন্য ২০০ টাকা ধার্য করা হয়েছে। প্রত্যেক প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন।

এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ