ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ১২ লাখ টাকার পণ্যসহ ৭ পাচারকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, সেপ্টেম্বর ২৮, ২০২৫
সাড়ে ১২ লাখ টাকার পণ্যসহ ৭ পাচারকারী আটক

চট্টগ্রাম: শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য বোঝাই করা বোট থেকে সাড়ে ১২ লাখ টাকার ১০০ বস্তা ডাল, ১৪৭ বস্তা পেঁয়াজ, ৩৫০ বস্তা সিমেন্টসহ ৭ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

রোববার (২৮ সেপ্টেমর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম বহির্নোঙরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা ১০০ বস্তা ডাল, ১৪৭ বস্তা পেঁয়াজ, ৩৫০ বস্তা সিমেন্টসহ ৭ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত পণ্য, পাচারে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সিয়াম-উল-হক।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।