ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, সেপ্টেম্বর ২৮, ২০২৫
প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর  প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চান্দঁগাও থানার ব্যবসায়ী আফতাব উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার আসামি মোহাম্মদ প্রকাশ ভাগিনা মোহাম্মদকে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  

রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

 

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, চান্দঁগাও থানার আফতাব উদ্দিন প্রকাশ তাহসিন হত্যা মামলার আসামি মোহাম্মদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২২ অক্টোবর রাতে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা মো. মুসা। মামলার অন্য আসামিরা হলেন- সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ ও মো. হেলাল। আফতাব ইট ও বালুর ব্যবসায় যুক্ত ছিলেন।  ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন তিনি। গত ২১ অক্টোবর বিকেল সোয়া চারটার দিকে মজুতের জন্য এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে যান। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে এসে তাহসিনকে গুলি করে চলে যায়।  মামলায় এজাহারভুক্ত আসামি সাজ্জাদ হোসেনকে গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে মো. হাসান ও খোরশেদকে নগরের বাকলিয়ায় গ্রেপ্তার করা হয়। তারা তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।  

বাদীর লিখিত আবেদনের বরাতে জানা যায়, আসামিদের ভয়ে তিনি আগে তাদের জামিনে আপত্তি না থাকার কথা উল্লেখ করেছিলেন। পরে পুনরায় আদালতে আবেদন করে তা বাতিল চান।  

তদন্ত সংশ্লিষ্টরা আরও জানান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’-এর অনুসারী। ছোট সাজ্জাদ মূলত চট্টগ্রামের বহুল আলোচিত আট ছাত্রলীগ নেতা খুনের মামলার অভিযুক্ত (পরে খালাসপ্রাপ্ত) ও বর্তমানে বিদেশে পলাতক শিবির ক্যাডার সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী। বড় সাজ্জাদের হয়ে নগরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারীতে আধিপত্য বজায় রাখতে অপরাধ সংঘটিত করতেন ছোট সাজ্জাদ। ছোট সাজ্জাদের বিরুদ্ধে ১৭টি, মো. হাসানের বিরুদ্ধে ১৪টি এবং খোরশেদের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এদিকে মোহাম্মদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।