...
চট্টগ্রাম: নগরের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের ৫১তম সভা সম্প্রতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব।
বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আলী আহমেদ, দিলরুবা আহমেদ, আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, মির্জা সালমান ইস্পাহানী, হাবিবুল্লাহ খান, সাফিয়া গাজী রহমান, এম সাহাব উদ্দিন আলম, মোহাম্মদ আমিরুল হক, পারভীন মাহমুদ এফসিএ, সেলিম রহমান, মোহাম্মদ আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার প্রমুখ।
সভায় ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস উন্নয়ন কার্যক্রম এবং আসন্ন তৃতীয় সমাবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ৪১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তসমূহ উপস্থাপন করা হয়।
উচ্চশিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং আধুনিক ও সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়নের বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।