ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উচ্ছেদ ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামে বস্তিবাসীর বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
উচ্ছেদ ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামে বস্তিবাসীর বিক্ষোভ

চট্টগ্রাম: উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানার সামনে শুক্রবার বিকেলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার বস্তিবাসী।

এদিকে শান্তিনগর এলাকায় সরকারি জায়গা থেকে অবৈধ বসবাসকারীদের আগামী রোববার উচ্ছেদের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।



বায়েজীদ বোস্তামী থানার ওসি মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে জানান, শান্তিনগরে জেলা প্রশাসনের প্রায় ২৫ একর জমি সমবায় সমিতির নামে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে রেখেছে। সম্প্রতি জেলা প্রশাসন আদালত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের অনুমতি পেয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশে আগামী রোববার তাদের উচ্ছেদ করা হবে বলে নোটিশ দেওয়া হয়েছে।

শান্তিনগর এলাকায় সরকারি জমিতে প্রায় ৫’শ থেকে ৬’শ কাঁচা ঘর রয়েছে। উচ্ছেদের খবরে ওই এলাকার আতঙ্কিত কয়েক হাজার মানুষ বিকেলে বিক্ষোভ মিছিল করে থানার সামনে জড়ো হন। এসময় তারা সেখানে মানববন্ধন করে উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদ জানান।

তবে সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে যে কোন মূল্যে রোববার উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বায়েজীদ বোস্তামী থানার ওসি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।