ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে যান চলাচল স্বাভাবিক

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সীতাকুণ্ডে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম: যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর প্রথম দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অংশে শুক্রবার ভোর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে  থানার ওসি সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে বলেন,‘মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

তবে টানা অবরোধ কর্মসূচি থাকায় সড়কে গাড়ির চাপ একটু বেশি। ’

বৃহস্পতিবার রাতে রায় কার্যকরের পর উপজেলার ফৌজদারহাট এলাকায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবিরকর্মীরা।

প্রায় একই সময়ে ছোট কুমিরা এলাকায় বেশকিছু টায়ার রাস্তায় ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।

এরপর পুলিশ ও বিজিবি’র সঙ্গে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই সড়কে আতঙ্কে গাড়ি চলাচল কমে যায়।

বাংলাদেশ সময়: ০৯৩৬ঘণ্টা, ডিসেম্বর ১৩,২০১৩

এমবিএম/এমইউ/আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad