চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দেলোয়ারা বেগম (৪৫) এবং তার ছেলে তামিম (৬)। নিহত অন্যজনের নাম তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, শুক্রবার বিকালে কক্সবাজারগামী চালবাহী একটি ট্রাক চুনতি এলাকায় চাকা ফেটে উল্টে যায়।
এসময় তিন পথচারী ঘটনাস্থলে নিহত হয়। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় মিলেছে। অন্যজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে নিহত তিনজনই চুনতি এলাকার বাসিন্দা বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭৫৫ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
এএএম/টিসি