চট্টগ্রাম: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সাতটি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন।
শুক্রবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এসব এলাকায় কোন প্রার্থী না থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা বিকেল ৫টার পর তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।
আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৬ আওয়ামী লীগ নেতা এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-১০ নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আফসারুল আমিন এবং চট্টগ্রাম-১৪ আসনে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী।
এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ এবং জাসদের কার্যকরী কমিটির সভাপতি মাঈন উদ্দিন খান বাদল চট্টগ্রাম-৮ আসনে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণের সময় নির্ধারণের কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
এমইউ/টিসি