চট্টগ্রাম: মহাসম্মেলনের অনুমতি না দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতাল স্থগিত করা হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা ও রোববার সারাদেশে জামায়াতে ইসলামের হরতলের কারণে সংগঠনের আমীর আল্লামা আহমদ শফীর নির্দেশে হরতাল স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ বাংলানিউজকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও সারাদেশে ওইদিন জামায়াতের হরতালের কারণে চট্টগ্রামে ডাকা হরতাল স্থগিত করার নির্দেশ দিয়েছেন সংগঠনের আমীর।
সংগঠনের নেতাদের নিয়ে আলোচনা করে পরে এ হরতাল আহ্বান করা হবে জানান তিনি।
নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে দুইদিন ব্যাপী মহাসম্মেলনে অনুমতি না দেয়ায় রোববার বৃহত্তর চট্টগ্রামে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বাংলাদেশ সময়:১৯১০ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
এমইউ/টিসি