চট্টগ্রাম: একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় ডেনমার্কে বিজয় উল্লাস করেছেন প্রবাসী বাঙালিরা।
একই সঙ্গে সব যুদ্ধাপরাধীদের বিচার ও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায় কার্যকর করতে সরকারের কাছে দাবি জানান।
সমাবেশে সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন,‘যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম শুরু করতে গিয়ে বর্তমান সরকারকে নানা ষড়যন্ত্র ও চাপের মুখোমুখি হতে হচ্ছে।
জাতি-দেশকে কলঙ্কমুক্ত করতে দণ্ডপ্রাপ্তদের রায় কার্যকরের দাবি জানিয়ে তারা বলেন,‘কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় আংশিক কলঙ্ক মোচন হয়েছে। বাকি স্বাধীনতা বিরোধীদের বিচার দ্রুত শেষ করতে হবে। তবে বিজয়ের পূর্ণাঙ্গ স্বাদ পাবে জাতি। ’
এছাড়াও সমাবেশে মুঠোফোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ সবাইকে ঐক্যবধ্য হয়ে প্রবাসে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের আহ্বান জানান।
রায়ের প্রতিক্রিয়ার মুক্তিযোদ্ধা আহমেদ মল্লিক বলেন,‘আজ আনন্দের দিন, জাতি কলঙ্কমুক্তির শুভসূচনা করলো। ’
অনুষ্ঠানে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি বাবু সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ডেনমার্কের পটুয়া রুহুল আমিন কাজল, সুইডেন গণজাগরন মঞ্চের সংগঠক ড. ফরহাদ আলী খান, ড. বিদ্যুত বড়ুয়া, ডেনমার্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল আলিম ও লিটন সিকদার প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
পিআর/এমবিএম/টিসি