ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিরুত্তাপভাবে চলছে জামায়াতের হরতাল

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
নিরুত্তাপভাবে চলছে জামায়াতের হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে নিরুত্তাপভাবে চলছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। রোববার সকাল থেকে নগরী কিংবা জেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে হরতালে প্রয়োজনের তুলনায় গণপরিবহন কম চলাচল করায় কর্মমুখী মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেককে বাড়তি ভাড়া গুণে রিকশায় করে গন্তব্যে যেতে দেখা গেছে।

নগরীর প্রবেশপথগুলো দিয়ে মহাসড়কে সীমিত আকারে দূরপাল্লার যানবাহন ও পণ্যবোঝাই পরিবহন চলাচল করছে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হারুন অর রশিদ হাজারী বলেন, ‘নগরীতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যে কোন ধরণের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে। ’

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতালের কারণে রাস্তায় গণপরিবহন সংখ্যায় কম হলেও টেম্পু,সিএনজি টেক্সিসহ হিউম্যান হুইলার সীমিত আকারে চলাচল করছে। তবে গণপরিবহন অপর্যাপ্ততায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এদিকে বিভিন্ন প্রবেশপথ ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ পুরো নগরীতে প্রায় দু’হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এর বাইরে বিজিবিকেও প্রস্তুত রাখা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) বাবুল আকতার বাংলানিউজকে বলেন, ‘পুরো নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। নাশকতা মোকাবেলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে। ’

চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তের দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ থাকলেও চালু রয়েছে ট্রেন। নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অফিস খোলা রয়েছে।

চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম চললেও বাইরে পণ্য পরিবহন সীমিত আকারে চালু রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলার মহাসড়কে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সীতাকুণ্ডে সার্বক্ষণিকভাবে বিজিবি মোতায়েন আছে। অন্যান্য উপজেলার জন্যও বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

প্রসঙ্গত, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সময়:০৭৪৩ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩

এএএম/এমইউ/আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।