চট্টগ্রাম: বিএনপি নেতৃত্বাধীন ১৮দলের চতুর্থ দফা ৭২ঘণ্টা অবরোধের সময় রাস্তায় বের হওয়ায় চট্টগ্রামের ভুজপুরে পিকেটারদের হামলায় মো. জামান (২৭) নামে এক সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছেন।
বুধবার তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অবরোধ চলাকালীন মঙ্গলবার রাতে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে পিকেটাররা এতে হামলা চালায়। এসময় তারা অটোরিকশাটি ভাংচুর করে।
এতে অটোরিকশার চালক মো. জামান আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালের ১৯নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১১ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
টিসি