ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের পাকিস্তানের পতাকা পোড়াল যুবলীগও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, ডিসেম্বর ১৮, ২০১৩
চট্টগ্রামের পাকিস্তানের পতাকা পোড়াল যুবলীগও

চট্টগ্রাম: যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব গ্রহণ করায় সেদেশের পতাকা পুড়িয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগ।

বুধবার দুপুরে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে দলীয় কার্যালয়ের সামনে সংগঠনটি এ কর্মসূচী পালন করে।

এসময় ‍যুবলীগ সেখানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশও করে।

সমাবেশে যুবলীগ নেতারা বলেন, পাকিস্তান যেভাবে যুদ্ধাপরাধী কাদের মোল্লার পক্ষ নিয়েছে, তাতে স্পষ্ট হয়ে গেছে জামায়াতের বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি কোন আনুগত্য নেই।
জামায়াত এখনও বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারার রাষ্ট্র বানানোর স্বপ্নে  বিভোর।

তারা বলেন, বিশ্বের কুখ্যাত জঙ্গিরাষ্ট্র পাকিস্তান এখন স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো শুরু করেছে। পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করতে হবে।

নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার, সদস্য হাসান মুরাদ বিপ্লব, লোকমান হাকিম, আবুল কালাম আবু, বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এবং জেগে ওঠো বাংলাদেশ নামে আরও একটি সংগঠনের ব্যানার সর্বস্তরের জনতা পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায়।

বাংলাদেশ সময়: ১৮৪০ঘণ্টা, ডিসেম্বর ১৮,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।