চট্টগ্রাম: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছে যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, খেলাঘরসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন।
শনিবার সন্ধ্যায় যুব মৈত্রী ও ছাত্র মৈত্রী আয়োজিত এ কর্মসূচীতে বক্তারা বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে বুদ্ধিজীবীসহ শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ শোধের যাত্রা শুরু হয়েছে।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামী দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল।
বক্তারা অবিলম্বে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কায়সার আলম, ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা সভাপতি ফারুক আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক আশীষ ভৌমিক, যুব মৈত্রীর সহ-সভাপতি শিবু দাশ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী আরিফ, ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সুজন, প্রচার সম্পাদক সঞ্জয় দেব সুজন, ছাত্র নেতা পার্থ মহাজন, নোবেল নাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মৈত্রীর যুগ্ন আহ্বায়ক রিপন চৌধুরী, যুব নেতা নুরুদ্দীন বাহার টিটু, ছাত্র নেতা রাহুল দাস প্রমুখ।
এর আগে শহীদ মিনারে প্রাঙ্গণে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী, যুব ইউনিয়ন, খেলাঘরসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবনেতা আরিফউল্লাহ হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা.এ কিউ এম সিরাজুল ইসলাম, শহীদ জায়া বেগম মুশতারি শফি, উদীচী’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা.চন্দন দাশ, উদীচীর চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫০ঘন্টা, ডিসেম্বর ১৪,২০১৩
আরডিজি/টিসি