ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানত বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
শাহ আমানত বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ ফাইল ছবি/বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।



শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিআইপি কার পার্কিংয়ের সামনে এ ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের পর বিমানবন্দর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।


বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমাণ্ডার নূর ই আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমানবন্দরের ভিআইপি কার পার্কিংয়ের দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় কর্তব্যরত আনসার সদস্যরা দ্রুত সক্রিয় হয়ে উঠেন।

তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন হিসেবে সাহাবউদ্দিন (২৫) নামে ইউনাইটেড এয়ারওয়েজের এক কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলের আশপাশসহ পুরো এলাকা তল্লাশি করেছি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযানও শুরু হয়েছে।

ককটেল বিস্ফোরণের পর পুরো বিমানবন্দর এবং আশাপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২২ঘণ্টা, ডিসেম্বর ১৪,২০১৩
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।