চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার বেবি সুপার মার্কেট এলাকায় যাত্রীবেশে উঠে একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেছে শিবির। তবে চালক ও অন্যান্য যাত্রীদের চিৎকারে পুলিশ এগিয়ে গেলে শিবিরের চেষ্টা ব্যর্থ হয়।
এদিকে নগরীর চকবাজার থানার মেহেদিবাগ এলাকায় রোববার সকালে শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। নগরীর খুলশী থানার ওয়ারলেস কলোনি এলাকায়ও একটি সিএনজি অটোরিক্সা ভাংচুরের খবর পাওয়া গেছে।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মো.আব্দুর রউফ বাংলানিউজকে জানান, সকাল পৌনে ৯টার দিকে বেবি সুপার মার্কেটের অদূরে পেট্রল পাম্পের সামনে দু’জন যুবক একটি লেগুনা হিউম্যান হলারে পেট্রল ছিটিয়ে আগুন দেয়ার চেষ্টা করেন। তারা আগে থেকেই যাত্রীবেশে ওই গাড়িতে ছিল।
পেছনের দিকে পেট্রল ছিটানোর বিষয়টি টের পেয়ে চালক ও অন্যান্য চিৎকার শুরু করেন। এসময় পিকেট ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা সেখানে ছুটে গেলে শিবির কর্মীরা পেট্রলের বোতল রাস্তায় ছুঁড়ে ফেলে গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।
সহকারী কমিশনার জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিবির কর্মীরা মেহেদিবাগ এলাকায় ঝটিকা মিছিল বের করে। এসময় তারা চলন্ত গাড়িতে ইট, পাটকেল নিক্ষেপের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বেবি সুপার মার্কেট, গোল পাহাড় মোড়, চৌমুহনীসহ নগরীর বিভিন্ন এলাকায় হরতাল শুরুর পর রোববার সকালে জামায়াত-শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১০০০ঘণ্টা, ডিসেম্বর ১৫,২০১৩