চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এঘটনায় দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘চৌমুহনী এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে চার-পাঁচটি ককটেল ছুড়ে মারে জামায়াত শিবির কর্মীরা।
এসময় ধাওয়া দিয়ে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। তবে এ ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হয়নি। আটকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। ’
এছাড়া নগরীর রাহাত্তারপুল এলাকায় ঝটিকা মিছিল থেকে জামায়াত-শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০১৫ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
এএএম/এমইউ/আরডিজি/টিসি