চট্টগ্রাম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা।
রোববার ভোর রাতে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ছাদেক নগরের বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, রোববার ভোর রাত চারটা ১০মিনিটের দিকে হাটহাজারী থানার গুমান মর্দ্দন ইউনিয়নের ছাদেক নগরে মোটর সাইকেলে করে তিন যুবক প্রবেশ করে। এর কিছুক্ষন পরেই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবন লক্ষ্য করে পর পর দু’টি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চাচা আকবর হায়দার চৌধুরী বলেন, ‘রোববার ভোর রাত চারটার দিকে পর পর দুটি বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। বাইরে বের হয়ে কাউকে দেখা যায়নি। ’
ওই এলাকার এক প্রহরী নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, রাত চারটার দিকে মোটর সাইকেলে করে তিন যুবককে ছাদেক নগরে ঢুকতে দেখেছি। এরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাটহাজারী সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন,‘রোববার ভোর রাতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি লক্ষ্য করে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। এঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ’
উল্লেখ্য আনিসুল ইসলাম মাহমুদ হাটহাজারী আসন থেকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাংলানিউজকে বলেন, ‘আমার বাড়ি লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারা হয়েছে। কারা করেছে, কেন করেছে বিষয়টি আমি জানিনা। ’
বাংলাদেশ সময়: ১১০০ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
এএএম/এমইউ/আরডিজি/টিসি