চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় শহীদুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে মারধর করেছে শিবির কর্মীরা। রোববার দুপুর ২টার দিকে চরম্বা ইউনিয়নের খালেকের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, চরম্বা ইউনিয়নের খালেকের দোকান এলাকায় শিবির কর্মীরা জড়ো হয়ে লাঠিসোটা দিয়ে যুবলীগ কর্মী শহীদুল ইসলামকে মারধর করে। এতে গুরুতর আহত হয় শহীদ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, চরম্বা ইউনিয়নের খালেকের দোকান এলাকায় যুবলীগ কর্মী শহীদকে একা পেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা মারধর করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫০১ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
এএএম/টিসি