চট্টগ্রাম: স্বামীর সঙ্গে অভিমান করে রিনা আকতার নামে (২৩) এক গৃহিনী আত্মহত্যা করেছে। রোববার দুপুরে নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে বলেন,‘রিনা আকতার স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পেরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিনা আকতার স্বামী মো. আনিসের সঙ্গে ধনিয়ালা পাড়ার বাসায় থাকতেন। রিনা বরিশাল জেলার মোজাম্মেল হকের মেয়ে।
বাংলাদেশ সময়: ১৬০৮ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
এএএম/টিসি