ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাপলা চত্বরে ফের মহাসমাবেশের ডাক হেফাজতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
শাপলা চত্বরে ফের মহাসমাবেশের ডাক হেফাজতের

চট্টগ্রাম: আগামী ২৪ ডিসেম্বর ঢাকার মতিঝিল শাপলা চত্বরে যে কোনো মূল্যে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওইদিন মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।



বুধবার রাতে হাটহাজারীতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেল ৪টা থেকে শুরু হওয়া বৈঠক সন্ধ্যা ৭টায় শেষ হয়।


বৈঠকে ঢাকা মহানগর নেতারা  ছাড়াও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনসূত্রে জানা গেছে, বৈঠকে হেফাজত আমীর আল্লামা আহমদ শফী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া হেফাজতের নেতাদের ২৪ ডিসেম্বর যেকোনো মূল্যে সমাবেশ করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
 
হেফাজতের আমীর শাহ আহমদ শফী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর নূর হোসাইন কাসেমী, হাফেজ শামসুল আলম, মহাসচিব মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, তাজুল ইসলাম, সালাহ উদ্দীন নানুপুরী, জুনায়েদ আল-হাবীব, জাফরুল্লাহ খান, মুহাম্মদ শফি।

বৈঠকে ঢাকা মহানগর হেফাজতের নেতারা আগামী ২৪ ডিসেম্বর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠেয় মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন।

তিন ঘণ্টা স্থায়ী বৈঠকে কেন্দ্রীয় নেতারা মহাসমাবেশ বাস্তবায়নের কর্মপন্থা ও কৌশল নির্ধারণে জন্য দীর্ঘ আলোচনা-পর্যালোচনা শেষে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তবে কি সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি।

এর আগে ১৫ নভেম্বর মতিঝিলে সমাবেশের ডাক দিয়েছিল হেফাজত। পরে তা স্থগিত করে বুধবার আবারও মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজত।

গত ৫ মে হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে শাপলা চত্বরে মহাসমাবেশ করে। ওই কর্মসূচিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ সময়:২১২০ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর/জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।