ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ষোলশহরে রাইডার উল্টে পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
ষোলশহরে রাইডার উল্টে পোশাক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় যাত্রীবাহী হিউম্যান হলার (রাইডার) উল্টে মো. ইব্রাহিম (২৫) নামে এক তৈরি পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মো. জুয়েল (২০) নামে নামে আরেক তরুণ আহত হয়েছেন।



মঙ্গলবার বিকেলে ষোলশহরের এলজিইউডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ইব্রাহিম কালুরঘাটের ফ্রেন্ডস এন্ড ফ্রেন্ডস গার্মেন্টস নামে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বাংলানিউজকে জানান, মুরাদপুর থেকে ইব্রাহিম রাইডারে করে নগরীর দেওয়ানহাটের বাসায় ফিরছিলেন। তাকে বহনকারী রাইডারটি ষোলশহর এলজিইডি ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি রিকশার ওপর পড়ে যায়। এসময় ইব্রাহিম ও জুয়েল নামে দুই যাত্রী গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

নায়েক আবুল বাশার বলেন,‘আহত জুয়েলকে হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।