ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাদের মোল্লার জন্য হরতালে সাড়া মেলেনি চট্টগ্রামে

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
কাদের মোল্লার জন্য হরতালে সাড়া মেলেনি চট্টগ্রামে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: একাত্তরের কসাই হিসেবে পরিচিত কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে ডাকা জামায়াতের হরতালে বন্দরনগরী চট্টগ্রামে তেমন সাড়া মেলেনি। এর ফলে চট্টগ্রামে ঢিলেঢালাভাবেই শেষ হয়েছে হরতাল।



নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হরতাল উপেক্ষা করে নগরীতে গণপরিবহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। তবে আতংকে ব্যক্তিগত যানবাহন তেমন চলাচল করেনি।


রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টাসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। নগরী ও জেলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত বাংলানিউজকে বলেন, হরতালের মধ্যেও দূরপাল্লার যানবাহন চট্টগ্রাম ছেড়ে গেছে। শহরেও রিক্সা, অটোরিক্সা, হিউম্যান হলার, বাস চলাচল করেছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, হরতালে নগরীতে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বিজিবিকেও প্রস্তুত রাখা হয়েছিল। তবে নগরীতে বড় কোন নাশকতা ঘটেনি।

পুলিশ সূত্র জানায়, হরতাল শুরুর পর সকাল পৌনে ৯টার দিকে নগরীর বেবি সুপার মার্কেট এলাকায় যাত্রীবাহী একটি হিউম্যান হলারে আগুন দেয়ার চেষ্টা করে। তবে পুলিশ এগিয়ে গেলে পিকেটাররা পালিয়ে যায়।

একই সময়ে নগরীর চৌমুহনী এলাকায় ডবলমুরিং থানার একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে জামায়াত-শিবিরের কর্মীরা। এসময় দু’শিবির কর্মীকে আটক করে পুলিশ।

অন্যদিকে হরতাল চলাকালে সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে আট শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

হরতাল চলাকালে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানও খোলা ছিল। সরকারী-বেসরকারী অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা যথারীতি খোলা ছিল।

চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য উঠানামা একেবারে স্বাভাবিক ছিল। পণ্য নিয়ে বিভিন্ন পরিবহনও যথারীতি চট্টগ্রাম ছেড়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখানের আহ্বান জানিয়ে নগরীতে মিছিল করেছে একাত্তরের ঘাতক, দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ সময়: ১৮২৫ঘণ্টা, ডিসেম্বর ১৫,২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।