ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
শাহ আমানতে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ভারতীয় মুদ্রা আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া ৫০ বক্স উত্তেজক ওষুধ ও এক কার্টন সিগারেটও আটক করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশি পাসপোর্টধারী এস্তাফিজুর রহমান নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় ওমান এয়ারলাইন্সের ডব্লিউওয়াই-৩১১ ফ্লাইটে করে এস্তাফিজুর চট্টগ্রাম আসেন।

তার বাড়ি কক্সবাজার জেলায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল বাংলানিউজকে জানান, অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল হকের দেয়া তথ্য অনুযায়ী আগে থেকেই বিমানবন্দর ইমিগ্রেশনকে এ বিষয়ে জানানো হয়।

বিকেল পাঁচটায় বিমানটি অবতরণ করার পর ইমিগ্রেশনের স্ক্যানিং মেশিনে ভারতীয় মুদ্রা নিয়ে আসার প্রমাণ পাওয়া যায়। আটক করা হয় ওই যাত্রীকে।

তিনি জানান, ওই যাত্রীর লাগেজ থেকে ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। এছাড়া ৫০ বক্স উত্তেজক ওষুধ পাওয়া গেছে। ২০ পাতার প্রত্যেক বক্সে ৫০টি করে ট্যাবলেট রয়েছে। সঙ্গে এক কার্টন বিদেশি সিগারেটও আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ঘন্টা, ডিসেম্বর ১৫, ২০১৩

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।