চট্টগ্রাম: চট্টগ্রামে নাশকতাকারীদের পাল্টা আঘাত হানতে আওয়ামী লীগ প্রস্তুত আছে বলে জানিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
মহান বিজয় দিবস উপলক্ষে রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মহিউদ্দিন এ কথা জানান।
সভায় মহিউদ্দিন বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। গাড়িতে আগুন দেয়া হচ্ছে, ককটেল মারছে, সম্পদ নষ্ট করছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেন বলেন, বাঙালি জাতির স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জিত। এই স্বাধীনতা কখনো বৃথা যেতে পারে না। যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা একাত্তরের পরাজিত শক্তি। প্রকৃত অর্থে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় তারা নি:শেষ হয়ে যায়।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর উদারতাকে যুদ্ধাপরাধী ও তাদের দোসররা দুর্বলতা মনে করেছিল। স্বাধীন দেশে তারা কখনও নিজেদের অপকর্মের দায় স্বীকার করেনি। নিজেদের সংশোধনও করেনি তারা। তাই তাদের আর এদেশে রাজনীতি করার অধিকার নেই।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম।
বাংলাদেশ সময়: ২০৩৩ঘণ্টা, ডিসেম্বর ১৫,২০১৩