বান্দরবান: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান- ৩০০ আসনের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন টানা চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত বীর বাহাদুর উশৈসিং।
এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) প্রসন্ন কান্তি তঞ্চংগ্যাও পুরোদমে প্রচারণায় নেমেছেন।
রোববার রোয়াংছড়ি উপজেলা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বীর বাহাদুর উশৈসিং।
বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) প্রসন্ন কান্তি তঞ্চংগ্যাও রোববার লামা উপজেলার দূর্গম সরই ও গজালিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়ায় সভা-সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
সম্প্রতি বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াননি তিনি।
প্রচরণার অংশ হিসেবে রোববার সন্ধ্যায় লামা উপজেলার গজালিয়া বাজারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) প্রসন্ন কান্তি তঞ্চংগ্যা।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর