চট্টগ্রাম বিএনপি নেতাদের মুক্তি দাবিতে কর্মসূচি পালনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি পন্থী শিক্ষকদের লাঞ্চিত করেছে ছাত্রলীগ। এসময় ব্যানার কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চবি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চবি কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে জিয়া পরিষদ এবং জিয়া স্মৃতি সংসদ।
মানববন্ধন কর্মসূচি চলার সময় অতর্কিতভাবে ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান অশ্রুর নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী শিক্ষকদের ব্যানার কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। শিক্ষকরা বাধা দিতে চাইলে তারা শিক্ষকদের লাঞ্ছিত করে।
এসময় ছাত্রদল নেতাকর্মীরা বাধা দিতে চাইলে ছাত্রলীগ কর্মীরা তাদের মারধর করে। এতে ছাত্রদল নেতা কাইয়ুম গুরুতর আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই কর্মসূচিতে চবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহবায়ক প্রফেসর ড. আ ন ম মুনীর আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে তারা শিক্ষকদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের স্মৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
হাটহাজারী থানার ওসি তদন্ত আবুল কাসেম ভূঁইয়া বাংলানিউজকে বলেন,‘ঘটনাস্থল থেকে আহত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘কোন কারণ ছাড়াই ছাত্রলীগ আমাদের কর্মসূচিতে বাধা দেয়। ছাত্রদের কাছ থেকে আমরা কখনও এরকম অপমানজনক আচরণ আশা করিনা। ‘
ছাত্রদের এমন আচরণ শিক্ষকতার ইতিহাসে বিরল ঘটনা বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহবায়ক প্রফেসর ড. আ ন ম মুনীর আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন,‘এ ধরণের ঘটনা জাতির জন্য কলঙ্কের। ’
তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন,‘এ ধরনের কোন ঘটনা ঘটেনি। ’
এদিকে কর্মসূচিতে বাধা ও শিক্ষকদের লাঞ্চিত করার ঘটনায় এক নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করেছে ছাত্রদলের বিক্ষুব্দ কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান ওসি কাসেম।
মানববন্ধনে চবি জিয়া স্মৃতি সংসদের সভাপতি ড. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবদুল মান্নান, প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন, প্রফেসর এস এম নছরুল কদির, ড. মোশাররফ হোসেন, ড. জাফরউল্লাহ তালুকদার এবং মনজুরুল কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৪৮ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
এমবিএম/টিসি