চট্টগ্রাম: আবাসের অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে বন্দরনগরীতে নতুন প্রকল্প ‘বন্ধনে’র নির্মাণ কাজ শুরু করেছে দেশের অন্যতম প্রধান আবাসন প্রতিষ্ঠান ইক্যুয়িটি প্রপার্টি ম্যানেজমেন্ট (প্রা:) লিমিটেড।
সোমবার নগরীর সফদর আলী রোডের ১০০৫/১৩ সিডিএ অ্যাভিনিউয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ইক্যুয়িটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক এবং পরিচালক মো. মাহফুজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইক্যুয়িটি প্রপার্টির হেড অব মার্কেটিং সরওয়ার আলম বাংলানিউজকে জানান, স্থপতি মশিউল আলমের নকশায় নয় তলা ভবনের প্রতিটি ফ্লোরে একটি করে ইউনিট থাকবে।
নির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রকল্পের জমিদাতা মো. ওয়াসি উদ্দিন এবং তার ভাই সাহাব উদ্দিন ছাড়াও ইক্যুয়িটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
পিআর/এমবিএম/টিসি