চট্টগ্রাম: কঠোর নিরাপত্তায় বন্দরনগরীতে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা চতুর্থ দফা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন চলছে। মঙ্গলবার এ পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে অবরোধে প্রয়োজনের তুলনায় গণপরিবহন কম চলাচল করায় কর্মমুখী মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হারুন অর রশিদ হাজারী বাংলানিউজকে বলেন,‘নগরীতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
তবে নগরীর বিভিন্ন পয়েন্টে নাশকতা এড়াতে পুলিশসহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অবরোধের কারণে রাস্তায় গণপরিবহন সংখ্যায় কম হলেও টেম্পু,সিএনজি টেক্সিসহ হিউম্যান হুইলার রয়েছে প্রচুর। জিইসি ও দুই নম্বর গেইট এলাকায় কিছু ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা গেছে।
তবে গণপরিবহন অপর্যাপ্ততায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে কিছু শিক্ষা-প্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
তবে চট্টগ্রামের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। চালু রয়েছে বিভিন্ন কল-কারখানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস।
চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম চললেও বাইরে পণ্য পরিবহন সীমিত আকারে চালু রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে অবরোধের সমথর্নে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহম্মদ সড়কে মিটিং-মিছিল করেছে বিএনপি। তবে ১৮দলের অন্য শরীক দলগুলোকে দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবরাখবর পাওয়া যায়নি। মহাসড়কে সীমিত যান চলাচল করলেও দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে।
হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বাংলানিউজকে বলেন,‘মহাসড়কে কোন ঝামেলা নেই। বিচ্ছিন্নভাবে কিছু যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার গাড়ি দেখা যায়নি। ’
কোন গাড়ি এলে পুলিশি নিরাপত্তা দিয়ে যানবাহনগুলোকে মহাসড়ক পাড় করে দেয়া হচ্ছে বলে তিনি জানান।
এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও কোন নাশকতার খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার মহাসড়কে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সীতাকুণ্ডে সার্বক্ষণিকভাবে বিজিবি মোতায়েন আছে। অন্যান্য উপজেলার জন্যও বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিন থেকে বিভিন্ন মেয়াদে ১২ ডিসেম্বর পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল।
একই দাবিতে বিজয় দিবসের বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চতুর্থ দফায় সড়ক, নৌ ও রেল পথে ফের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বাংলাদেশ সময়:০৭২১ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩;আপডেট: ১২০৭ঘণ্টা,
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।