চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার খতিব বাড়ি এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে জামায়াত-শিবির কর্মীরা।
বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুর রউফ বাংলানিউজকে বলেন, চান্দগাঁও থানার খতিব বাড়ি এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা।
এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে জামায়াত শিবির কর্মীরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ১০৩১ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩