ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
চট্টগ্রামে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার খতিব বাড়ি এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে জামায়াত-শিবির কর্মীরা।

বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুর রউফ বাংলানিউজকে বলেন, চান্দগাঁও থানার খতিব বাড়ি এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা।

এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে জামায়াত শিবির কর্মীরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১০৩১ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।