ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
চট্টগ্রামে ২৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ সিদ্দিক আহমেদ (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।



সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী বাংলানিউজকে বলেন, সিদ্দিক আহমদের নেতৃত্বে তিনজনের একটি সিন্ডিকেট আছে। বাকি দু’জনের নাম জানু ও সুলতান।
তারা কদমতলীতে রওশন মসজিদ গলিতে একটি বাসাকে আস্তানা বানিয়ে ফেনসিডিল বিক্রি করত।

‘আমরা গোপন সূত্রে ওই আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালাই এবং সিদ্দিককে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ’

পুলিশ সূত্রে জানা গেছে, ফেনসিডিল বিক্রেতা সিন্ডিকেটের প্রধান সিদ্দিক কদমতলীল মতিয়ার পুল এলাকার মৃত আবু মোহাম্মদের ছেলে।

সিন্ডিকেটের অপর দু’সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি।

বাংলাদেশ সময়: ১০০০ঘণ্টা, ডিসেম্বর ১৭,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।