চট্টগ্রাম: নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম নগরীতে যুবদলের দু’কর্মীকে আটক করেছে পুলিশ। এরা হলেন, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ইয়াছিন।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দু’জনের বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-পশ্চিম) এস এম তানভির আরাফাত বাংলানিউজকে জানান, বিরোধী দলের ডাকা অবরোধের সময় সিটি গেইট থেকে একে খান পর্যন্ত এলাকায় ফারুক ও ইয়াছিন খুবই সক্রিয় থাকে।
এসব মামলার ভিত্তিতে নগরীর ওয়ারল্যাস কলোনির মুরগির ফার্ম এলাকা থেকে ফারুককে এবং ইয়াছিনকে ঈশান মিস্ত্রির হাট এলাকা থেকে আটক করা হয়েছে।
এডিসি তানভির আরাফাত বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচীতেও ফারুক ও ইয়াছিন বিভিন্ন নাশকতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে তারা স্বীকার করেছে।
আটক দু’জনকে আকবর শাহ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১১০০ঘণ্টা, ডিসেম্বর ১৭,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।