ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাই দুই নারীর লাশ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
মিরসরাই দুই নারীর লাশ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে মঙ্গলবার পৃথক ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন, জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার এমরান হোসেনের স্ত্রী নাছিমা আকতার (৩২) এবং আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জোরারগঞ্জ থানার জামালপুরে এমরান হোসেনের স্ত্রীকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন,‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ’

এদিকে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় নবনির্মিত বিএসআরএম স্টিল কারখানা সংলগ্ন এলাকা থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এসআই আলমগীর জানান, স্থানীয়রা পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে সেখানে পুলিশ গিয়ে তরুণীর লাশ উদ্ধার করেছে। তবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি বলেন,‘নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২২ বছর হতে পারে। ’

এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৪৪৮ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।