ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি চারুকলায় ভর্তির ব্যবহারিক পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
চবি চারুকলায় ভর্তির ব্যবহারিক পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে অর্থাৎ  কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি-৩ ইউনিটে ভর্তির ব্যাবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ পরীক্ষা ২০ ডিসেম্বর হওয়ার কথা ছিল।

মঙ্গলবার ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. জসিম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য কলা ও মানববিদ্যা অনুষদের অধিভুক্ত বি-৩ ইউনিটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সূচি  স্থগিত করা হয়েছে।

এ পরীক্ষার নতুন সূচি পরবর্তীতে জানানো হবে বলে এতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৯ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।