চট্টগ্রাম: নাট্যভিনেতা ও রাজনীতিক আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রামের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,‘শিল্পীরা প্রতিবাদের ভাষাগুলো নাটক, আবৃত্তি ও গানের মাধ্যমে প্রকাশ করে থাকেন।
অবিলম্বে প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক মোসলেহ উদ্দিন শিকদার, সভাপতিমণ্ডলীর সদস্য সূচরিত দাশ খোকন, নাট্যজন অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, মুক্তিযোদ্ধা অধ্যাপক জাহাঙ্গীর কবির, অধ্যাপক এম সাইফুল আলম, আবৃত্তি সংগঠন প্রমার পরিচালক রাশেদ হাসান, শিক্ষক নেতা অশোক সাহা, আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী, ফারুক তাহের প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ-চট্টগ্রাম অঞ্চল, সম্মিলিত আবৃত্তি জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রাম শাখা এবং আবৃত্তি সংগঠন প্রমা, তারুণ্যের উচ্ছ্বাসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সংহতি জানায়।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চেরাগী পাহাড়ে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাতে কুখ্যাত রাজাকার আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর নিজ নির্বাচনী এলাকায় গেলে নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭১৯ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।