ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবসে একতা বয়েজে’র পুরষ্কার বিতরণী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, ডিসেম্বর ১৭, ২০১৩

চট্টগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন একতা বয়েজ ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আকতার খান। প্রধান বক্তা ছিলেন রাজনীতিক হামিদ হোসাইন।

এসময় বক্তারা বর্তমান সংকট উত্তরণ করে মুক্তিযদ্ধের চেতনায় স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবের আহমদ, সামাজিক সংগঠন বিস্তার’র সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ এবং মাস্টার্স সোসাইটির সভাপতি সাজ্জাদ হোসেন।

আলোচনা শেষে কৃতি খেলোয়াড়দের হাতে পুরষ্কার বিতরণ করা হয়।   

বাংলাদেশ সময়: ১৮০৪ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩

পিআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।