ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বিষপানে স্কুল ছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩

চট্টগ্রাম: মায়ের সঙ্গে অভিমান করে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুখাইন গ্রামে পিংকি আকতার (১৬) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

পিংকি ওই এলাকার আবদুর রহিমের মেয়ে এবং স্থানীয় স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশক (এএসআই) পংকজ বড়ুয়া বাংলানিউজকে জানান, মায়ের সঙ্গে অভিমান করে পিংকি পরিবারের অন্যদের অগোচরে বিষপান করে।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসে।

সেখানে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে  মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮২৬ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।