লামা(বান্দরবান): জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবানের লামা উপজেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে লামা উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ বাবুল, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ওসমান গণি শিমুল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ ইসমাইল ও রুপসীপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর