মিরসরাই: চট্টগ্রামের সীতাকুন্ডে একটি মালবাহী কাভার্ড ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। বুধবার রাত তিনটার দিকে সীতাকুন্ড উপজেলার কন্তীচিলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে চট্রগ্রাম থেকে মালবাহী কাভার্ড ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল।
সীতাকুন্ড থানা উপপরিদর্শক আক্তার ঘটনার নিশ্চয়তা নিশ্চিত করে জানান, গাড়িতে নাশকতার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর