ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুন্ডে কাভার্ড ভ্যানে আগুন

উপজেলা স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সীতাকুন্ডে কাভার্ড ভ্যানে আগুন ছবি: (ফাইল ফটো: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

মিরসরাই: চট্টগ্রামের সীতাকুন্ডে একটি মালবাহী কাভার্ড ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। বুধবার রাত তিনটার দিকে সীতাকুন্ড উপজেলার কন্তীচিলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্যানের হেলপার সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে চট্রগ্রাম থেকে মালবাহী কাভার্ড ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল।
এমন সময় সীতাকুন্ড উপজেলার কন্তীচিলা এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। আশপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকায় সুযোগ ‍বুঝে তারা এ হামলা করে।

সীতাকুন্ড থানা উপপরিদর্শক আক্তার ঘটনার নিশ্চয়তা নিশ্চিত করে জানান, গাড়িতে নাশকতার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।