চট্টগ্রাম: নিখোঁজের ৬দিন পর নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় নালা থেকে মাসুদ পারভেজ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির পাশে একটি নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাসুদ নগরীর চান্দগাঁও থানার মালির বাড়ির আবুল বশরের সন্তান।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ গাজি বাংলানিউজকে জানান, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির পাশে একটি নালা থেকে মাসুদের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গত ১২ ডিসেম্বর বাসা থেকে বের হওয়ার পর আর ফিরেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ১৫ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
এরপর বুধবার সকালে তার লাশ পাওয়া যায়।
মাসুদের পরিবার সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর রাত ১০টার দিকে বাসা থেকে বের হয় মাসুদ। সেদিন রাতে বাসায় ফিরেনি। পরে বিভিন্ন স্থানে খোজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
তবে নিখোঁজের একদিন পর মাসুদের বন্ধু পিন্টু এসে তার ব্যবহৃত মোবাইলটি বাসায় দিয়ে যায়।
বাংলাদেশ সময়:১১২৫ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর