চট্টগ্রাম: অবরোধের আগুনে দগ্ধ হয়েছে আরেক চালক আহসান উল্লাহ(৩০)। মঙ্গলবার রাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অবরোধ সমর্থকরা কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করলে দগ্ধ হয় আহসান।
এর আগে ১ ডিসেম্বর অবরোধ সমর্থকদের দেওয়া আগুনে পুড়ে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবদুল আজিজ নামে এক সিএনজি অটোরিকশা চালক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারি নিবন্ধক ডা. হাসমত আলী মিয়া বাংলানিউজকে বলেন, আগুনে আহসান উল্লাহর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
প্রসঙ্গত, দশম সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের প্রথম দিন চট্টগ্রামের পরিস্থিতি শান্ত থাকলেও মধ্য রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তান্ডব চালায় অবরোধকারীরা। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় আটটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে তারা।
বাংলাদেশ সময়: ১৩৪৫ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর