ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, ডিসেম্বর ১৮, ২০১৩

চট্টগ্রাম: ভেজাল ভোগ্যপণ্যে প্রস্তুত ও বিক্রি করার দায়ে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূখ্য মহানগর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন বাদি হয়ে এসব মামলা দায়ের করেন।


বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান মো. শওকত ওসমান জানান, নিয়মিত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বায়েজিত বোস্তামী থানার তিনটি খাদ্যপণ্য প্রস্তুতকারী ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

খাদ্যের মান যাচাই না করে খাদ্য উৎপাদন ও বিপণনের এবং বিএসটিআইয়ের লাইসেন্স না করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় ওই তিন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে-খলিলশাহ মাজারের গলির মেসার্স বিসমিল্লাহ অয়েল এন্ড এগ্রো ফুড প্রোডাক্টস, জালালাবাদের মাইজ পাড়া গলিতে মেসার্স মুসা ফুড প্রোডাক্টস এবং মেসার্স  রায়হান কনজুমার ফুড প্রোডাক্টস।  

বাংলাদেশ সময়: ১৭৩০ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩

টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।