চট্টগ্রাম: অবরোধ-হরতালের নামে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ।
বুধবার সকালে নগর ছাত্রলীগ নগরীর পূর্ব নাসিরাবাদ সিএণ্ডবি কলোনীর স্কুল মাঠ থেকে মিছিল বের করে।
সেখানে এক সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, বিরোধী দলের অযৌক্তিক হরতাল-অবরোধের কারণে কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস হয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ না করলে ছাত্রলীগ নগরীর প্রত্যেক পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
খুলশী থানা ছাত্রলীগ নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো.ইলিয়াছ উদ্দিন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, নাজমুল হাসান রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, আমির হামজা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫০ঘণ্টা, ডিসেম্বর ১৮,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।