ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুদ্ধাপরাধীদের রক্ষক পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে: মুশতারি শফী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
যুদ্ধাপরাধীদের রক্ষক পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে: মুশতারি শফী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান পালার্মেন্টে ধৃষ্টতাপূর্ণ শোক প্রস্তাব পাশ করায় বাংলাদেশীদের কাছে ক্ষমা চাওয়‍ার আহ্বান জানিয়েছেন শহীদ জায়া ও লেখিকা বেগম মুশতারী শফী।

বুধবার নগরীর ডিসি হিলে মুক্তিযুদ্ধের ৪২তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেগম মুশতারী শফী বলেন,‘একাত্তরের অবস্থান থেকে পাকিস্তান যে এখনও সরে আসেনি এবং গণহত্যার পক্ষেই যে দেশটির অবস্থান ছিল তা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর তাদের প্রতিক্রিয়া দেখে আবারও প্রমাণিত হয়েছে।


তিনি বলেন,‘পাকিস্তানের বুঝা উচিৎ যে বাংলাদেশ একটি স্বাধীনদেশ, কোনও স্বাধীন দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা কূটনৈতিক শিষ্টাচার বহিভূর্ত। এজন্য পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ’

বেগম মুশতারী শফি বলেন, ‘পৃথিবীর বহুদেশে এখনও মৃত্যুদণ্ড চালু আছে, যেখানে কারও আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ থাকে না। আমেরিকা ও সৌদি আরব থেকে শুরু করে সাদ্দাম হোসেনেরও সে সুযোগ ছিল না। কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক আইন মেনেই যুদ্ধাপরাধের বিচার করা হচ্ছে। ’

তিনি বলেন, ‘একাত্তরের রাজাকার ও জামায়াত নেতা কাদের মোল্লাকে পাকিস্তানিরা অখণ্ড পাকিস্তানের নেতা বলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তারা পাকিস্তানের জামায়াতে ইসলামীর শাখা বলে উল্লেখ করছে। ’

বিজয় উৎসব উদযাপন পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা অধ্যাপক নাসিম‍ুল কামালের সভাপতিত্বে সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও নাট্যজন মিলন চৌধুরী, সলিল চৌধুরী, স্মৃতিকণা ভট্টাচার্য্য, নগর আওয়ামী লীগ নেতা মঞ্জুর হোসেন, বিজয় উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী অনুপ বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবদুল মান্নান ফেরদৌস, আওয়ামী লীগ নেতা এইচএম সোহেল এবং সংগঠক লায়ন আরমান আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ঘণ্টা, ১৮ ডিসেম্বর ১৮, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।