ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ছয় ট্রাক-কাভার্ডভ্যানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, ডিসেম্বর ১৯, ২০১৩
সীতাকুণ্ডে ছয় ট্রাক-কাভার্ডভ্যানে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

বিএনপির নেতৃত্বে বিরোধী জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরে আওয়ামী লীগের এমপি আবুল কাশেম মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা। এরপর রাস্তায় পরপর পাঁচটি ট্রাক ও কাভার্ডভ্যান দাঁড় করিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় তারা।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে বলেন,‘গভীর রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় চারটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়য়েদর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ’

তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০২২ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।