চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার মিঠাছড়া বাইপাস এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও ব্যাক্তি।
তারা হলেন, মো. শাহজাহান (৫০) এবং ফজলুল হক (৫০)। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া সিএনজি চালকসহ আরও একযাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৭ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।