ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিন্দা প্রস্তাবের প্রতিবাদে চুয়েটে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
নিন্দা প্রস্তাবের প্রতিবাদে চুয়েটে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পাকিস্তানের জাতীয় পরিষদে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদমিনার এলাকায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা সংহতি প্রকাশ করেছন।

মানববন্ধনে বক্তারা পাকিস্তানের সাথে সব ধরণের কূটনৈতিক ও বাণিজ্যিক  স¤পর্ক ছিন্নকরণের দাবি জানানো হয়।


পাকিস্তানের এমন আচরণকে কূটনৈতিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে এ ঘটনার উপযুক্ত জবাব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।  

প্রসঙ্গত, একাত্তরে মিরপুরের কসাই হিসেবে পরিচিত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর এর বিরুদ্ধে গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব আনা হয়।

বাংলাদেশ সময়: ২০০৭ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।